পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৫৫) ওরফে বুড়ো জাকির নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী গ্রামের বটতলা তিনরাস্তা মোড়ে এ ‘বন্ধুকযুদ্ধ’ হয় বলে জানায় পুলিশ।
এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি রাইফেলের গুলি, দুটি বন্দুকের গুলি, ১২টি কার্তুজ, একটি চায়নিজ কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, নিহত জাকির হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে ইন্দুরকানী, বাগেরহাটের শরণখোলা এবং ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে। জাকির পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন ভাষ্য, আটক ডাকাত সর্দার জাকিরকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টায় পিরোজপুরের ডিবি পুলিশ ও ইন্দুরকানী থানা পুলিশ ইন্দুরকানী উপজেলার পত্তাশী গ্রামের বটতলা তিনরাস্তা মোড়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ জাকির হোসেনকে ইন্দুরকানী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ওসি আরও জানান, গত ২৪ আগস্ট ডাকাতি মামলার আসামি হিসাবে পিরোজপুরের ডিবি পুলিশ খুলনা থেকে জাকিরকে আটক করে এবং তাকে নিয়ে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়।
পুলিশ বলছে, বন্দুকযুদ্ধের’ সময় এএসআই সাহাদাত ও কনস্টেবল নাসির আহত হয়ে বর্তমানে পিরোজপুর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছে।
আজকের বাজার/এম্এইচ