পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঝাওতলায় রবিবার ভোরে একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে এক মুক্তিযোদ্ধাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- মুক্তিযোদ্ধা আবু জাফর আহমেদ (৬৫) ও বেলাল হোসেন (৩৫)। তারা উপজেলার দেবিপুর এলাকার বাসিন্দা। নিহত অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকসুদুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে পাথরঘাটগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং আরও চারজন আহত হন। আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। ওসি বলেন, পুলিশ বাসটিকে জব্দ করেছে। তবে বাসের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান