পিরোজপুরের কাউখালীতে মাদ্রাসার এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন।
সোমবার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণীর ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে কাউখালী থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত শনিবার বিকেলে অটোরিকশা চালক রনির সাথে দেখা করতে যায় মেয়েটি। রনি তাকে একটি নির্জন জায়গায় নিয়ে কোমল পানীয়ের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়।এরপর রনি ও তার তিন বন্ধু ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজকের বাজার/আরজেড