স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জেলায় মাসব্যাপী বঙ্গবন্ধু প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও পুনাকের শিল্প পণ্যমেলা-২০২২ চলছে। পুলিশ নারী কল্যাণ সংস্থার আয়োজনে এই মেলায় ৫০টি স্টল রয়েছে।
পিরোজপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে গতকাল এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং পিরোজপুরের পুলিশ সুপার মো. সাঈদুর রহমান। বিশেষ অতিথি পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ মো. হাবিবুর রহমান মালেক ও সাংবাদিক গৌতম চৌধুরী বক্তব্য রাখেন।
কুটির শিল্প, বিভিন্ন দেশীয় পণ্য, চা, কফি, ফুচকাসহ বিভিন্ন দ্রব্যের স্টলে উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান