পিরোজপুরের মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জুন) রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই স্কুলছাত্রের নাম দুলাল মোল্লা (৯)। নিহত শিশুটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী মহল্লার অটোচালক বেল্লাল হোসেন মোল্লার বড় ছেলে। সে স্থানীয় টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পরিবারের দাবি অজ্ঞাত কারণে গলায় কাপড় পেঁচিয়ে ঘরের বারান্দার আড়ার সাথে আত্মহত্যা করেছে। তবে শিশুটির মৃত্যু রহস্যজনক বলে জানিয়েছে স্থানীয়রা।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে পরিবারের সবাই টিভি দেখতে ছিল। এর কিছুক্ষণ পর শিশুটির মা দুলালকে খুঁজতে ঘর থেকে বারান্দায় নেমেই আড়ার সাথে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমীন বলেন, সোমবার শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
আজকের বাজার/একেএ