পিরোজপুরে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক গৃহবধূকে হত্যার দায়ে এক নারী ও এক পুরুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হোতাখালী গ্রামের বাবুল হোসেনের ছেলে আল-আমিন সরদার ওরফে আকাশ (২৮) এবং উপজেলার জাহাঙ্গীর মৃধার মেয়ে মুকুল আক্তার (২৭)। রায়ের সময় তারা পলাতক ছিলেন।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম জিল্লুর রহমান এই দণ্ডাদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান, ২০০৯ সালের ২১ নভেম্বর মঠবাড়িয়া উপজেলার চিত্রা গ্রামের ফারুক ফরাজীর স্ত্রী মমতাজ বেগমকে আল-আমিন ও মুকুল আক্তার কাজের কথা বলে ডেকে নিয়ে হত্যা করে।

উল্লেখ্য, এই ঘটনায় মমতাজের স্বামী একই বছরের ২২ নভেম্বর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে চাজর্শিট দাখিল করে।

আজকের বাজার/একেএ