পিরোজপুরের সদর উপজেলার হুলাটহাট স্টিমার ঘাট এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুলাই) সকালে ওই এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার বংশাল থানার শহরতলী এলাকার মীর গণি হোসেনের ছেলে মো. নিয়ামুল হোসেন জুনায়েদ (২০) এবং কামরাঙ্গীচর থানার মুসলিম বাগ এলাকার মো. আলাউদ্দিন পাঠানের ছেলে নাঈম পাঠান (১৯)।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল হুলারহাট স্টিমার ঘাট এলাকায় অভিযান চালায়।
এ সময় ঢাকা থেকে আগত জুনায়েদ ও নাঈমকে তল্লাশী করে তাদের কাছ থাকা দুইটি স্কুল ব্যাগ থেকে দুইটি প্যাকেটে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি এস এম জিয়াউল হক।
আজকের বাজার/একেএ