পিরোজপুর জেলা হাসপাতালে গত এক বছরে ১ লক্ষ ৮৮ হাজার ৬শত ১৪ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ২০১৮ সালের ১ জুলাই থেকে গত মাসের ৩০ তারিখ পর্যন্ত জেলার সরকারি হাসপাতালে এ সেবা প্রদান করা হয়।
অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে পিরোজপুর জেলা সদরের ১শত শয্যার হাসাপাতালের পরিবেশ এবং চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম উন্নত হয়েছে। পিরোজপুর সদর হাসপাতালে গত ১২ মাসে বহির্বিভাগে ১লক্ষ ১৯ হাজার ৯শত ৮ জন, আন্ত: বিভাগে ২১ হাজার ৩৯ এবং জরুরী বিভাগে ৪৭ হাজার ৬শত ৬৭ জনকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম জানান, এ জেলায় স্বাস্থ্য সেবার মান ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে, হাসপাতাল এখন দালাল মুক্ত এবং ওষুধ কোম্পানীর প্রতিনিধিমুক্ত।