পিলখানার শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহে বর্বরোচিত হত্যাকান্ডে শহিদ ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ ফেব্রুয়ারি পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিকেলে এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে নিহতদের আত্মার শান্তির জন্য মাগফিরাত কামনা করা হয়। নিহতদের স্বজনদের মঙ্গল কামনা ও তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রার্থনা করা হয়। এছাড়াও দেশ ও দেশের বাহিরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যের মঙ্গল কামনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দিন। আো উপস্থিত ছিলেন, বিজিবি মহাপরিচালক জেনারেল আবুল হোসেনসহ শহিদ ব্যক্তিবর্গের নিকটাত্মীয়গণ, পিলখানায় কর্মরত সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক এবং বেসামরিক কর্মচারীগণ।

প্রসঙ্গত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ড সংঘঠিত হয়েছিল।

আরএম/