পিলখানা হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

পিলখানা হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শাহী আক্তার (৫২) মারা গেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হলে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়।বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহী আক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়ইবাড়ি গ্রামের রইসউদ্দিনের ছেলে। তৎকালীন বিডিআরের সৈনিক ছিলেন তিনি। কারাগারে থাকা অবস্থায় শাহী আক্তার অতিরিক্ত টেনশন করার কারণে এর আগে ২ বার হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানিয়েছে তার ভাগনে সানারুল ইসলাম।

এ বিষয়ে কারারক্ষী হানিফ জানান, শাহী আক্তার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি পিলখানা হত্যা মামলার ফাঁসির আসামি ছিলেন। তার বন্দি নম্বর ১৬০৮/এ।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীরের উপস্থিতিতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ভজন বিশ্বাস তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এখন লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আজকের বাজার/আরজেড