পিসি বিল্ডার ২০২০: নিজের পিসি নিজেই বানান ঘরে বসেই

বিডিস্টল নতুন বছরের চমক হিসেবে রিলিজ করেছে পিসি বিল্ডার। এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যাবহার করা যাবে। এখানে ছাত্র, শিক্ষক, ব্যাবসায়ি, গেমার সহ সকল পেশার মানুষকে সুবিধা দিতেই তাদের এই উদ্যোগ। পিসিবিল্ডার ব্যাবহার করে নিজেদের পছন্দ অনুযায়ী পিসি কনফিগার করে দেখে নিতে পারবেন কেমন হবে তাদের কাঙ্ক্ষিত পিসি ও তার বর্তমান মূল্য। মার্কেট এ গিয়ে সময় নষ্ট না করে ঘরে বসেই অনলাইনে এখন আপনি কাঙ্ক্ষিত পিসি বিল্ড করে নিতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে বিডিস্টলের এই পিসিবিল্ডার ব্যাবহার করতে পারেন এই ঠিকানায় (https://www.bdstall.com/pcbuilder/).