রংপুর, জেলার পীরগঞ্জ উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের লালদীঘি-বালুয়া হাট সড়কের মকিমপুর মৌজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যমুনা রানী (৩৮) গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের খোর্দকুমরপুর গ্রামের রনজিতের স্ত্রী। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর শিক্ষা কার্যক্রমে কর্মরত ছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরের লালদীঘি-বালুয়া হাট সড়কের মকিমপুর এলাকায় একটি পাথরবাহি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৭০২৭) সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলের চালকের পেছনের সীটে বসা যমুনা রানী (৩৮) মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে, মোটরসাইকেলের চালক আনোয়ার অক্ষত রয়েছেন।
তিনি জানান, ঘাতক ট্রাকটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। নিহত নারীর মৃতদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান