জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে তার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতিতে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের মাধ্যমে স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে আজ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করা হয়। ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ৮শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
স্পিকার এক বার্তায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন- কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা ও ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা/বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখাসহ ত্রাণ সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে বলে নির্দেশনা প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে সকলকে তিনি বাড়িতে থাকার আহ্বান জানান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান