‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থে পুঁজিবাজারকে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানামুখী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ৯ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ হয়ে যাবে।’
শনিবার রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাল্টিপারপাস হলরুমে আন্তঃবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার-বিষয়ক কেস কম্পিটিশন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও সুরক্ষার জন্য বিনিয়োগ শিক্ষায় গুরুত্বারোপ করেন খায়রুল হোসেন।
তিনি আরও বলেন, “উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষে এখন আমরা বিভাগীয় পর্যায়ে অগ্রসর হচ্ছি। সর্বসাধারণকে পুঁজিবাজার সম্পর্কে অবহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনকি যারা নিরক্ষর, সেসব লোকজনের কথাও মাথায় রাখা হয়েছে। তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদারসহ বিআইসিএমর কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পরিসরে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার-বিষয়ক কেস কম্পিটিশন আয়োজন করেছে বিআইসিএম।