বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে গত ৩ মে চীনের কনসোর্টিয়ামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেয় তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারের বিভিন্ন বিষয়ের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। বিশেষভাবে লেনদেনে প্রযুক্তিগত উন্নয়ন, পণ্যের উন্নয়নকে বেশি প্রাধান্য পাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অনুমোদন পাওয়ার পরে এ তথ্য প্রকাশ করেছে।
শেনঝেন স্টক এক্সচেঞ্জ (এসজেএসই) এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ (এসএসই) বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র ২৫ শতাংশ শেয়ারের জন্য উভয়ের সমতা, পারস্পরিক সুবিধার জয় হয়েছে।যা উভয় দেশের নিয়ন্ত্রক সংস্থা এই চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে।
যার ফলে বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে চাইনিজ ও বাংলাদেশী আইন এবং নীতির উপর ভিত্তি করে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে ট্রেডিং, প্রযুক্তিগত ও পণ্য বিকাশে গুরুত্বপূর্ণ সহযোগিতার আগাম বার্তার বহিঃপ্রকাশ বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আন্তরিকতা, বাস্তবতা, সহযোগিতা ও পারস্পরিক সুবিধা ,গবেষণা এবং পারস্পরিক আলোচনার ফলে বাংলাদেশের বাজারে ব্যাপক উন্নয়নের আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে। ভারত, ইউএস, তুর্কির সাথে নিলামে চীনা কনসোর্টিয়াম জিতেছে বলেও উল্লেখ করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী আজকের বাজারকে বলেন, কৌশলগত বিনিয়োগকারীদের কাছে আমরা শুধু শেয়ার বিক্রির জন্য পার্টনার খুজিনি বরং ভবিষ্যতে বাজারের যে উন্নয়ন হবে সেটা বেশি গুরুত্বপূর্ন। বিশ্বমিডিয়ায় তোলপাড় হয়েছে যে সাংহাই এবং শেনজেন স্টক এক্সচেঞ্জ ডিএসই’র পার্টনার হয়েছে। যা বাংলাদেশের কমিনিউটির জন্য এবং সব ধরনের ব্যাবসার জন্য বিশ্বকে একটা ইতিবাচক বার্তা দিবে।বিশ্বের সব ব্যাবসায়ী মহলের দৃষ্টি কেড়েছে বাংলাদেশের পুঁজিবাজার।যা অন্য ব্যাবসায়ের উপর প্রভাব পড়বে।যার কারনে এটা একটা বিজনেস হাব হবে।
তিনি বলেন, আগামী ১০ বছরে আমাদের মার্কেট অনেক বড় হবে। যেহেতু হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এই কনসোটিয়ামটি। একই সাথে আমরা টাকাও পেয়েছি এবং কন্সাল্টেন্সিও পেয়েছি। আমি মনেকরি হংকং এর মত মতিঝিল-ডিএসই এটা একটা বিজনেস হাব হবে যদি আমরা একটা পরিবেশ তৈরি করে দিতে পারি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেস এর পূর্ণ সদস্য।
আজকেরবাজার/জাকির/রাসেল