ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ২৫ শতাংশ শেয়ার চীনা কনসোর্টিয়াম সেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ডিএসই। একই সঙ্গে ডিএসই’র একাউন্টে ৯৪৬ কোটি ৯৮ লক্ষ্য ২৬ হাজার টাকা জমা হয়েছে। সকালে সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জের বিও এ্যাকাউন্টে শেয়ার হস্তান্তর করা হয়েছে এবং তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের মাধ্যমে শেয়ারের মূল্য পরিশোধ করেছেন।
এছাড়াও আজ থেকে চীনা কনসোর্টিয়াম এর একজন প্রতিনিধি হিসেবে শেনজেন স্টক এক্সচেঞ্জের আইটি ম্যানেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জি ওয়েনহাই ডিএসই’র পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন।
রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিএসই’র পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে ডিএসই এর চেয়ারম্যান আবুল হাসেম বলেন, ‘পুঁজিবাজারের জন্য আজকের দিনটি ঐতিহাসিক’। কারণ আজকের এই চুক্তির মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ আন্তর্জাতিক স্টক এক্সচেঞ্জে পরিণত হতে যাচ্ছে। ডিএসই এর ২৫% শেয়ার চীনা কনসোর্টিয়াম শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ এর কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছে ডিএসই।
একই সাথে ডিএসই এর একাউন্টে ২৫ শতাংশ শেয়ারের সমপরিমান টাকা জমা হয়েছে। এর মাধ্যমে চীনা কন্সোর্টিয়াম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ স্ট্রেটেজিক পার্টনারের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
উল্লেখ, গত ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক চীনের সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জ জোটকে নিটা অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। কৌশলগত বিনিয়োগকারী হিসেবে গত ১৪ মে চীনা জোটের সঙ্গে চুক্তি সই করে ডিএসই। ওই চুক্তি অনুযায়ী, কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা জোট ডিএসইর ২৫ শতাংশ বা ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার কিনেছে তারা। এজন্য প্রতিটি শেয়ারের বিপরীতে ২১ টাকা দরে মোট ৯৬২ কোটি টাকা পরিশোধ করেছে সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জ জোট। ডিএসইর শেয়ারের বিপরীতে চীনা জোটের দেওয়া অর্থ ডিএসইর সদস্য ব্রোকারদের ভাগ করে দেওয়া হবে।
জাকির/আজকের বাজার