পুঁজিবাজারের বিশেষ ফান্ড পেয়েছে এফ এ এস ক্যাপিটাল

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় গঠিত বিশেষ সহায়তা তহবিল পেয়েছে এফ এ এস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। সহায়তা তহবিল থেকে দ্বিতীয় বারের মত  ১১ কোটি ৯৮  লাখ ৫৭ হাজার ৫৮৩  টাকা দেওয়া হয়েছেকোম্পানিটিকে।

মঙ্গলবার  বিডিবিএল ভবনে আইসিবি কার্যালয়ে এফ এ এস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক প্রীতিশ কুমার সরকারের হাতে  এই  অর্থের চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।

এসময় উপস্থিত ছিলেন এফ এ এস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক অঞ্জন কুমার রয় এফসিএ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব)মোঃ ইয়াছিন আলী, হেড অব ইস্যু ম্যানেজমেন্ট ও কোম্পানী সেক্রেটারি ফয়েজ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন,  আইসিবির  মহাব্যবস্থাপক   মোঃ কামাল হোসেন  গাজী এবং আইসিবির বিশেষ সহায়তা তহবিলের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম ।

উল্লেখ্য, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণ সহায়তা দিতে সরকার ২০১৩ সালে  ৯০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একই বছরের  ১৯ আগস্ট   নীতিমালা জারি করে । ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ ঋণ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

জাকির/আরএম