আগের বছরের ১১ মাসের (জানুয়ারি-নভেম্বর) তুলনায় চলতি বছরের একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আয় কমে এসেছে। একইসঙ্গে চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরেও রাজস্ব আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের বছরের ১১ মাসের তুলনায় চলতি বছরের একইসময়ে ৩ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব আয় কমেছে। আর অক্টোবরের তুলনায় নভেম্বরে এ রাজস্ব আয় কমেছে ৪৬ লাখ টাকা।
চলতি বছরের ১১ মাসে ডিএসইর মাধ্যমে সরকার ১৩৬ কোটি ৩১ লাখ টাকার রাজস্ব আয় করেছে। এরমধ্যে সাধারন বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন থেকে ১০১ কোটি ১৮ লাখ টাকা ও উদ্যোক্তা/পরিচালকদের এবং প্লেসমেন্ট শেয়ার থেকে ৩৫ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।
আগের বছরের ১১ মাসে ১৩৯ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব আয় করেছিল। এরমধ্যে সাধারন বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন থেকে ৯৩ কোটি ৯৭ লাখ টাকা ও উদ্যোক্তা/পরিচালকদের এবং প্লেসমেন্ট শেয়ার থেকে ৪৫ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব আয় হয়ছিল।
চলতি বছরের নভেম্বরে ডিএসইর মাধ্যমে সরকারের ১৫ কোটি ১৭ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। যার পরিমাণ অক্টোবর মাসে ছিল ১৫ কোটি ৬৩ লাখ টাকা।