পুঁজিবাজারের লেনদেনও বন্ধ আজ

কেন্দ্রীয় ব্যাংকের বুধবার (০৪ আগস্ট) দেশের সকল ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তের কারনে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ রয়েছে। ব্যাংক ছাড়া পুঁজিবাজারের আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে এই বাজারকে।

করোনা মহামারি বেড়ে যাওয়ায় গত ২৮ জুলাই কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহের রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যে কারনে এই ২দিন পুঁজিবাজারও বন্ধ থাকবে।

ফলে চলতি সপ্তাহে ৩ কার্যদিবস লেনদেন হবে পুঁজিবাজারে। তবে এই ৩ কার্যদিবস ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন ২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।