পুঁজিবাজারের লেনদেন দুপুর দেড়টা পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পূর্ববর্তী সময়ের মতোই ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নতুন বিধিনিষেধ অনুসারে আরও এক সপ্তাহ সীমিত আকারে পুঁজিবাজারে লেনদেন চলবে।

রোববার (১৬ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’ নতুন এ নির্দেশনা জারি করে।