পুঁজিবাজারের লেনদেন বন্ধ বৃহস্পতিবার

বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা ১৪২৯ সালের প্রথম মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। দিনটিকে বরণ করতে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আদালত-ব্যাংক বন্ধ থাকবে। দিবসটিকে বরণ উপলক্ষে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ থাকবে।

বর্ষবরণে বন্ধ থাকার পর আগামী ১৭ এপ্রিল যথানিয়মে আবার পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।