পুঁজিবাজারের ভবিষ্যত ভালো উল্লেখ করে সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য্যের সঙ্গে বাজারে অবস্থান করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আবদুল মোমেন।
আজ শুক্রবার সিলেটের কেন্দ্রীয় সাহিত্য সংসদ মিলনায়তনে সিএসই এর সদস্য প্রতিষ্ঠান এসআর ক্যাপিটাল আয়োজিত ‘শেয়ারবাজারে বিনিয়োগ কৌশল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিএসই চেয়রম্যান বলেন, পুঁজিবাজার উঠবে, নামবে- এটাই স্বাভাবিক। বিশ্বাস রাখেন বাজার ভালো হবে।
তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে বাজারের প্রতি বিশ্বাস বাড়াতে হবে। আস্থা রাখতে হবে। আস্থা, বিশ্বাস আর ধৈর্য্যের সঙ্গে বিনিয়োগ করলে বিনিযোগকারীরা লোকসানের মুখে পড়বেন না বলেও মনে করেন তিনি।
দেশ এখন উন্নয়নের মহাসড়কে আছে উল্লেখ করে সাবেক কূটনীতিক এ কে আবদুল মোমেন বলেন, অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে পুঁজিবাজার বড় ধরনের ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, দেশের মেগা প্রকল্প বায়স্তবায়নে হাতিয়ার হিসেবে পুঁজিবাজারকে ব্যবহার করা যেতে পারে। এটি করা হলে দেশের সার্বিক উন্নয়ন হবে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, পুঁজিবাজারের সঙ্গে থাকুন, ভবিষ্যত ভালো।
এ কে আবদুল মোমেন মনে করেন, দেশের মেগা প্রকল্পগুলোর অর্থয়ান বিদেশি বিনিয়োগ থেকে না নিয়ে পুঁজিবাজার থেকেই সংগ্রহ করতে পারে সরকার। তাহলে পুঁজিবাজারও এগিয়ে যেতে পারবে। পুঁজিবাজারের উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন অনেক সহজ হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। তাই পুজিবাজারের উন্নয়নে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। তাহলেই পুঁজিবাজার তথা দেশের উন্নয়ন সম্ভব।
এসআর ক্যাপিটালের কুদরত উল্লাহ ফায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক ও অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান, এস আর ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান প্রমুখ।
সুত্র: অর্থসূচক