পুঁজিবাজারের সব ধরনের ফি’তে ভ্যাট অব্যাহতি

পুঁজিবাজারের সব ধরণের সেবার ফিতে ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার। জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবের সময় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, পুঁজিবাজারকে গতিশীল করতে কাজ করছে বর্তমান সরকার। পুঁজিবাজারের উন্নয়নে বিগত কয়েক বছরে অনেক সংস্কার হয়েছে। সংস্কারের সুফল পেতে শুরু করেছে বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেইকহোল্ডাররা। বাজারকে আরও গতীশিল করতে পুঁজিবাজারে সেবার সব ধরণের ফিতে ভ্যাট অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, প্রতি বছর ব্রোকার ও ডিলারদের লাইস্যান্স নবায়ন, সিডিবিএল ফি, মার্চেন্ট ব্যাংকারদের বার্ষরিক ফি, ট্রেক নবায়ন, বিক্রয় প্রতিনিধিদের ট্রেড সার্টিফিক্যাট (টিসি) এবং প্রতি ৫ বছর পর অনুমোধিত প্রতিনিধিদের লাইস্যান্স নবায়ন করতে হয়। এর সঙ্গে ভ্যাট সম্পৃক্ত আছে। এগুলো থেকে ভ্যাট অব্যাহদি দেওয়া হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭