পুঁজিবাজারের স্বার্থে বিএসইসি’র পুরো ক্ষমতা ব্যবহার প্রয়োজন

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দেওয়া ক্ষমতার সবটুকু ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান।

বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে ৫ অক্টোবর বৃহস্পতিবার আয়োজিত সেমিনার ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম.এ মান্নান বলেন, বিএসইসির কার্যক্রমে সরকার সন্তুষ্ট। এখন আর আগের মত বদনাম নেই। এটি সম্ভব হয়েছে বিএসইসির কর্মকর্তাদের দূরদর্শী চিন্তার কারণে। পুঁজিবাজারের উন্নয়নে সরকার বিএসইসিকে যে ক্ষমতা দিয়েছে তার সবটুক ব্যবহার করতে পারেন। সব বিষয়ে আমাদের কাছে আসার প্রয়োজন নেই।

বিএসইসি নিয়ন্ত্রক নয় উল্লেখ করে তিনি বলেন, সংস্থাটি নিয়ামকের ভূমিকা পালন করছে। এই নিয়ামকের ভূমিকায় থেকে তারা ২০১০ সালের পর অনেক সংস্কার করেছে। এই সংস্কারের মাধ্যমে তারা পুঁজিবাজারকে একটি স্থিতিশীল জায়গায় দাঁড় করাতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে বিএসইসি ফুলের বাগানে ফুল ফুটানোর ব্যবস্থা করেছে। তবে বিনিয়োগের আগে সবকিছু দেখে শুনে বিনিয়োগ করার উপরও জোর দেন তিনি।

স্বাগত বক্তব্যে বিএসইসির চেয়াম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন, অবকাঠামোর দিক থেকে আমাদের পুঁজিবাজার উন্নত বিশ্বের মতো। এখানে রিটার্নও বেশি। তবে এর জন্য ঝুঁকি কমিয়ে বিনিয়োগ করতে হবে।

পুঁজিবাজারের আগামীর ভবিষ্যৎ অনেক ভালো উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক সময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মত আচরণ করে। এর থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা সবসময় থাকবো না। আজ আছি তো কাল নেই। কিন্তু বিনিয়োগকারীরা সবসময় থাকবেন। আমরা চাই বাজারটাকে এমন অবস্থানে রেখে যেতে চাই, যেন চলে গেলেও তারা আমাদের মনে রাখে। এ জন্য যত ধরেণের সংস্কার করা প্রয়োজন, বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে সবই করার কথা বলেন বিএসইসির চেয়াম্যান।

এ সময় বিএসইসি কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, আমজাদ হোসেনসহ কমিশন ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭