পুঁজিবাজারে টানা দরপতন চলছে। এ বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)কর্তৃপক্ষ। রোববার ৪ফেব্রুয়ারি বেলা চারটার দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের(ডিবিএ) নেতারা এবং শীর্ষ ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বৈঠকে অংশ নেবেন।
চলমান দরপতনের ধারায় রোববার ডিএসইতে অন্তত বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে। এদিন বেলা ২টা এক মিনিটে ডিএসইএক্স ১২৭ দশমিক ৫৩ পয়েন্ট বা দুই দশমিক ১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৮৯৩ দশমিক ৯১ পয়েন্টে।
এসময়ে ডিএসইতে ২৮৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। হাতবদল হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
এ নিয়ে গত পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনেই সূচক কমেছে প্রায় ৩২২ পয়েন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক দুইটা চার মিনিটে প্রায় ৩৮০ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ২৪৩ পয়েন্ট।
এসময় লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে। সিএসইতে হাতবদল হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।
আজকের বাজার:এসএস/৪ফেব্রুয়ারি ২০১৮