পুঁজিবাজারে আসবে আফতাব ফিড প্রোডাক্টস

বুক-বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে যাচ্ছে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড। এটি জহুরল ইসলাম গ্রুপের একটি প্রতিষ্ঠান।গতকাল ২১ মে এ উদ্দেশ্যে  এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রতিষ্ঠানটির।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, বুক-বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা মূলধন উত্তোলন করতে চায় প্রতিষ্ঠানটি। এজন্য ইস্যু ম্যানেজার হিসেবে মার্চেন্ট ব্যাংক এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট কে দায়িত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এবিষয়ে  মার্চেন্ট ব্যাংকটির সাথে চুক্তিবন্ধ হয়েছে আফতাব ফিড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এএএ ফাইন্যান্সের পক্ষ থেকে চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ এবং এম.ডি ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস এবং আফতাব ফিডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান উপস্থিত ছিলেন । এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ।

 

আজকের বাজার/মিথিলা