পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের আহবান জানিয়েছেন বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের ব্র্যান্ড এ্যাম্বাসেডর, ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলেন, আমি যখন কাউন্টিতে খেলতে যেতাম তখন দেখতাম বিদেশি খেলোয়াররা পড়াশোনা করছে। আমি তাদের জিজ্ঞাসা করতাম এত কী পড়ছো। তারা বলতো আমরা পুঁজিবাজার সম্পর্কে পড়ছি। তাই আমি বলবো- যারা পুঁজিরাজারে বিনিয়োগ করবেন তারা জেনে-বুঝে বিনিয়োগ করবেন।
সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাকিব আল হাসানকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শুভেচ্ছাদূত হিসেবে পরিচয় করে দেওয়া হয়।
আজকের বাজার:আরআর/এলকে ২ অক্টোবর ২০১৭