পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ, পপুলার লাইফ, মেঘনা লাইফ, ন্যাশনাল লাইফ, সন্ধানী লাইফ, পদ্মা লাইফ, প্রাইম লাইফসহ ১৬বীমা কোম্পানির আর্থিক অনিয়ম পেয়েছে দুদক।বিদ্যমান বীমা আইন লংঘন করে ১হাজার ৬৯১কোটি টাকা অতরিক্তি ব্যয় করেছে এই ১৬ বীমা কোম্পানি। এ কারণে কোম্পানগিুলোর বিরুদ্বে ব্যবস্থা নিতে বীমা উন্নয়ন ও নয়িন্ত্রণ র্কতৃপক্ষকে (আইডআিরএ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক থেকে আইডআিররে চেয়ারম্যানের কাছে এই চিঠি দেয়া হয়। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল র্পযন্ত কোম্পানগিুলো এই অতরিক্তি টাকা ব্যয় করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। দুদকরে সচিব ড. মো। সামসুল আরেফিন স্বাক্ষরতি এ চঠিরি অনুলিপি র্অথ মন্ত্রণালয়ে ও বাংলাদশে ব্যাংকে পাঠানো হয়েছে।
জানতে চাইলে আইডআিররে সদস্য (লাইফ ইন্স্যুরন্সে) ড. এম মোশারফ হোসনে এফসএি’ বলনে, চিঠি এখনো হাতে পাইনি। চিঠি পেলে তা পর্যালোচনা করে ব্যাবস্থা নেয়া হবে। তিনি বলেন, বীমা খাতের স্বচ্ছতার জন্য সব ধরনরে পদক্ষেপ নেবে আইডআিরএ।
দুদকরে চিঠিতে উল্লেখ করা হয়, ১৬টি বীমা কোম্পানি আইনে উল্লখেতি সীমার চেয়ে অতিরিক্ত ব্যয় করেছে । কোম্পানগিুলোর মধ্যে রয়েছে, পপুলার লাইফ ইন্স্যুরন্সে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা, সানলাইফ ৮৪ কোটি ১৩ লাখ, পদ্মা লাইফ ১৬৬ কোটি ৮৩ লাখ টাকা, প্রগতি লাইফ ১৪৬ কোটি ৯৬ লাখ টাকা, সানফ্লাওয়ার লাইফ ৮৬ কোটি ১৮ লাখ, মেঘনা লাইফ ৮৩ কোটি ৯৪ লাখ, ন্যাশনাল লাইফ ২১ কোটি ৩৭ লাখ, গোল্ডেন লাইফ ১৫৬ কোটি ২৫ লাখ, বায়রা লাইফ ৩৮ কোটি ৬৫ লাখ, সন্ধ্যানী লাইফ ১৫৫ কোটি ৫৯ লাখ, প্রগ্রসেভি লাইফ ৩৯ কোটি ৪৪ লাখ, হোমল্যান্ড লাইফ ৪৬ কোটি ৯৫ লাখ, প্রাইম ইসলামী লাইফ ৭১ কোটি ৭৯ লাখ, ফারইস্ট লাইফ ২০০ কোটি ৫১ লাখ, রূপালী লাইফ ৪৪ কোটি ৪০ লাখ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরন্সে ৫৫ কোটি ৩২ লাখ টাকা অতরিক্তি ব্যয় করেছে।
সূত্র জানায়, বিদ্যমান আইন অনুসারে দুদক বীমা কোম্পানির বিরুদ্বে ব্যাস্থা নিতে পারেনা। এক্ষেত্রে দুদক শুধু তদন্ত করতে পারে। তাই দুনীতি প্রতরিোধে বিদ্যমান আইনের সংশোধন চায় দুদক। এ লক্ষ্যে ইতিমধ্যে র্অথমন্ত্রণালয় একটি প্রস্তাব দেয়া হয়েছে। তবে বষিয়টি আলোচনাধীন রয়েছে। এ কারনে বীমা কোম্পানির আর্থিক প্রতিবেদন তদন্ত করে অনিয়ম পাওয়ার পর ব্যবস্থা নিতে আইডিয়ারের কাছে পাঠানো হয়েছে।
জাকির/ আজকের বাজার