পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) দুই শত কোটি টাকার ইস্যুকৃত বন্ড অনুমোদন করেছে কেন্দ্রিয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দিতে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ অনুমোদন দেয়া হয়। উক্ত বন্ডে করা বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগ পুঁজিবাজার এক্সপোজারে অন্তর্ভুক্তি থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে সম্মতি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো সহজেই আইসিবি ইস্যুকৃত বন্ড কিনতে পারবে। তাতে আইসিবির আর্থিক সক্ষমতা বাড়বে। তারা আরও বেশী করে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে। বিশেষ করে হঠাৎ কোনো কারণে সাময়িক মন্দা দেখা দিলে আইসিবি বাজারকে সাপোর্ট দিতে পারবে।
চলতি বছরের জুলাই মাসে আইসিবি বাজারে বন্ড ছেড়ে ২ হাজার কোটি টাকা সংগ্রহের অনুমোদন পায়। কিন্তু ক্যাপিটাল মার্কেট এক্সপোজার সংক্রান্ত জটিলতার কারণে বেশিরভাগ ব্যাংক এই বন্ড কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। ফলে বন্ডটি সেভাবে বিক্রি হচ্ছিল না। বাংলাদেশ ব্যাংক শর্ত শিথিল করায় ব্যাংকের বন্ড কেনায় আর কোনো সমস্যা রইল না।
উল্লেখ, গত ১৭ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইসিবিকে নন-কনভার্টেবল ফিক্সড রেট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করে ২ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব অনুমোদন করে।
বন্ডটির মেয়াদ ৭ বছর। নন-কনভার্টেবল এই বন্ড শেয়ারে রূপান্তরিত হবে না। মেয়াদ শেষে এর অবসায়ন ঘটবে। আর এটি হবে নন-লিষ্টেড বন্ড অর্থাৎ বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে না।
আইসিবির এ বন্ডে বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে।
ক্যাপিটাল মার্কেট এক্সপোজার সংক্রান্ত জটিলতায় বাণিজ্যিক ব্যাংকগুলো আইসিবির বন্ড কিনতে আগ্রহী হচ্ছিল না বলে আইসিবি শর্তটি শিথিল করতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিল। বুধবার বাংলাদেশ ব্যাংক তাতে সম্মতি দেয়।
উল্লেখ, ব্যাংক কোম্পানি আইন অনুসারে, একটি ব্যাংক তার রেগুলেটরি মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। বিধি অনুসারে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের পাশাপাশি তালিকা-বহির্ভূত কোম্পানির শেয়ার ও বন্ডে বিনিয়োগও পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে গণ্য হয়।
বিশ্লেষকরা মনে করছেন, সরকার জাতীয় নির্বাচনের আগে পুঁজিবাজারে নেতিবাচক কোনো ধারা দেখতে চায় না। বাজারকে স্থিতিশীল রাখতে চায়। আর এ লক্ষ্যেই আইসিবির সক্ষমতা বাড়াতে তাদের বন্ড বিক্রি সহজ করতে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
জাকির/ আজকের বাজার