‘পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে মার্চেন্ট ব্যাংকগুলোকে দায়িত্বশীল হতে হবে’

মির্জা আজিজুল ইসলাম

পুঁজিবাজারে ভালো মৌলভিত্তির কোম্পানি আনতে মার্চেন্ট ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান এবি মির্জা আজিজুল ইসলাম।

সোমবার ১২ ফেব্রুয়ারি রাজধানীর সেগুন বাগিচার একটি হোটেলে বিজনেস আওয়ার আয়োজিত ‘শিল্পায়নে আইপিওর গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে তিনি এ পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে এবি মির্জা আজিজুল ইসলাম বলেন,  ভালো কোম্পানি আনার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরও (বিএসইসি) একটা ভূমিকা রয়েছে। সেটা হলো সমঝোতার ভিত্তিতে বাজারে কোম্পানি তালিকাভুক্ত করানো। আগে বিএসইসি সমঝোতা করে বার্জার, গ্রামীণফোন এবং তিতাসের মতো কোম্পানি বাজারে আনতে সক্ষম হয়েছিল।

তিনি বলেন, মার্চেন্ট ব্যাংকগুলোর দায়িত্ব কি তা বুঝে কাজ করতে হবে। এত মার্চেন্ট ব্যাংকেরই অনুমোদন দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে তা নিয়ন্ত্রক সংস্থার বিবেচনা নেওয়া উচিত। এখন মাচেন্ট ব্যাংকগুলোকে নিজেদের কাজ অন্তর দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করা উচিত। কারণ পুঁজিবাজারে ভালো মৌলভিত্তির কোম্পানি আনতে তাদের ভূমিকা অনেক বেশি।

তিনি আরও বলেন, কর ফাকি দেওয়া এবং ঋণ নিয়ে পরিষোধ না করার সুযোগ থাকার কারণে অনেক কোম্পানি বাজারে আসতে চায় না। তবে এর জন্য বিচারিক কার্যক্রমের দীর্ঘসূত্রিতা কীভাবে কমিয়ে আনা যায় তা ভাবতে হবে। প্রয়োজনে রেগুলেটরসহ আইন মন্ত্রণালয় মিলে প্রধান বিচারপতির স্মরণাপন্ন হওয়া যেতে পারে।

সেমিনারে বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো সঠিকভাবে কাজ করে না। বিশেষ করে ভালো কোম্পানি আনার ক্ষেত্রে। ৫৮টি মার্চেন্ট ব্যাংক যদি একটি করে ইস্যু জমা দিত তবে এমন পরিস্থিতি ঘটতো না।

আইপিও অনুমোদনে দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে তিনি বলেন, বিএসইসি একটি নির্দিষ্ট শর্ত মেনে কোম্পানিগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে। তবে সেখানে নানা গ্যাপ থেকে যায়। অনেক কোম্পানি সব কিছু গুছিয়ে আনার পরে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) খেলাপি ধরা পড়ার কারণে বাতিল হয়ে যায়।

তবে ২০১৫ সালের পাবলিক ইস্যু রুলস প্রকাশের পর এখন কাজে অনেক গতি এসেছে বলে দাবি করেন তিনি।

এসময় সাবেক বিএসইসি চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, অনেক সুবিধা পাওয়ার পরেও ভালো কোম্পানি পুঁজিবাজারে আসছে না। তারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে।কারণ পুঁজিবাজারের বাইরের কোম্পানিগুলোর ভ্যাট ফাঁকি  ও ঋণ পরিশোধ না করার সুযোগ থাকে।আবার তুলনামুলক ঋণ সুবিধা বেশি পাওয়া যায় সেখানে। আর পুঁজিবাজারে আসলে এজিএম করতে হয়, লভ্যাংশ দিতে হয়, জবাবদিহি করতে হয় এবং কোম্পানিতে স্বচ্ছতা আনতে হয়। এ কারণে বিদেশি কোম্পানিও বাজারে আসতে চায় না বলে উল্লেখ করেন তিনি।

সেমিনারে শিল্পায়নে আইপিওর গুরুত্ব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ।

প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা আকতার হোসেন সান্নামাতের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর খোন্দকার ইব্রাহীম খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিএমবিএর সিনিয়র সহ-সভাতি মুহাম্মদ আহসান উল্লাহ, আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি হাসান ইমাম রুবেল বক্তব্য রাখেন।

আজকের বাজার/ জাকির/আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮