বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দীন আহমেদ। এ সময় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে রবির তালিকাভুক্তির বিষয়টি ত্বরান্বিত করার অনুরোধ জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বিএসইসির পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাংবদিকদের বলেন, রবির প্রতিনিধিরা কমিশনের নতুন চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা আইপিও প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। বিএসইসির নতুন কমিশনার নিয়োগের পর আইপিওর বিষয়টি বিবেচনা করা হবে বলে রবির কর্মকর্তাদের জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান।