বৃহস্পতিবার এ বছরের শেষ কার্য দিবস। আগামী সোমবার,১জানুয়ারি থেকে শুরু হবে নতুন বছর। বিদায়ী বছরে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে ২লাখ ১৬হাজার ৯শ ৫৯ কোটি ৭১ লাখ টাকা৷ যা ২০১৬সালের চেয়ে ৮২.০৮ শতাংশ বা ৯৭,৮০২ কোটি ৫৯ লাখ টাকা বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৬ সালে ২শ৪১ কার্যদিবসে মোট লেনদেনের পরিমান ছিল ১লাখ১৯হাজার ১শ ৫৭ কোটি ১৩ লাখ টাকা এবং গড়ে লেনদেনের পরিমান ছিল ৪শ ৯৪ কোটি ৪৩ কোটি টাকা৷
আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর ২০১৭