বুধবার ৭ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে।ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৩৯৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭৫ কোটি ২৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২২ কোটি ৮৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর।
প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৩৬ পয়েন্টে অবস্থান করছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/৭ফেব্রুয়ারি ২০১৮