আগামীকাল সোমবার থেকে পুঁজিবাজারে দুই ঘন্টা লেনদেন হবে।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
লকডাউন চলাকালীন সময়ের জন্য নির্ধারিত ব্যাংক লেনদেনের সময়সূচির সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
লকডাউন চলা অবস্থায় পুঁজিবাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত লেনদেন হবে। তবে প্রি-ওপেন সেশন বন্ধ থাকবে। অন্যদিকে স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। এর ব্যাপ্তি হবে ১০ মিনিট।