পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি তৃতীয় মুদারাবা সাবঅর্ডিনেটেড রিডেম্বল বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
বন্ডটির মুনাফার হার এসআইবিএলের ৬ মাসের মুদারাবা মেয়াদি আমানতের মুনাফার হারের সঙ্গে আরো ২ শতাংশ যোগ হবে।
ইউনিট ধারকগণ ৩ বছর পর টাকা ফেরত চাইলে বন্ডটির মোট আকারের ২০ শতাংশ হারে বাড়তি ফেরত পাবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর বন্ডটি ইস্যু করা হবে।
আাজকের বাজার:এসএস/৫ডিসেম্বর