পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন গভর্নর ফজলে কবির। এছাড়াও তিনি শিগগির ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বন্ডের লেনদেন চালু হবে বলে জানিয়েছেন। ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমের নেতৃত্বে পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করে। এসময় গভর্নর এ আশ্বাসের কথা জানান।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী ও এসএম মনিরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন। বৈঠকে ড. আবুল হাশেম ট্রেজারি বন্ডের লেনদেন চালুর প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। কিভাবে বন্ডের লেনদেন চালু করা যায় তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মীদের সহযোগিতার মাধ্যমে ডিএসইতে তালিকাভুক্ত ট্রেজারী বন্ডের লেনদেন তাড়াতাড়ি চালু করার অনুরোধ জানান।
তিনি বলেন, বিশ্বব্যাপী সরকারি এবং বেসরকারি খাতে দীর্ঘ মেয়াদী অর্থায়নের জন্য বন্ড মার্কেট একটি বিশ্বাসযোগ্য উৎস হিসেবে পরিচিত। একটি শক্তিশালী বন্ড মার্কেট দেশের ক্রমবর্ধমান অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখে।
বাংলাদেশ ব্যাংক এবং ডিএসই দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঙ্গে নিয়ে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প উৎস হিসেবে তৈরি করতে পারে। এর জন্য একসাথে কাজ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। উল্লেখ, ২০০৫ সাল থেকে ডিএসইতে সরকারি ট্রেজারি বন্ডের তালিকাভুক্তি শুরু হয়। বর্তমানে ডিএসইতে ২২১টি তালিকাভুক্ত ট্রেজারি বন্ড রয়েছে। যার বাজার মূলধন প্রায় ৫৪৯ বিলিয়ন টাকা।
ডিএসইর প্রতিনিধি দলে ছিলেন পরিচালক মনোয়ারা হাকিম আলী, অধ্যাপক ড. এম কায়কোবাদ, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, মো. রকিবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসূল এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান।