রাইট শেয়ারের মাধ্যমে এ বছর ১ হাজার ১১৪ কোটি টাকা উত্তোলন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি । যা আগের বছর থেকে ৭৪৮ কোটি টাকা বেশি। আগের বছর তিনটি কোম্পানি রাইট শেয়ার ছেড়ে ৩৬৫ কোটি টাকা উত্তোলন করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি চারটি হলো : ইফাদ অটোস, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক এবং আইএফআইসি ব্যাংক।
উত্তোলিত অর্থের মধ্যে কোম্পানিগুলো প্রিমিয়াম নিয়েছে ২৪৬ কোটি ২ লাখ ৩২ হাজার ৬৭০ টাকা। আর বাকি ৮৬৭ কোটি ৯৯ লাখ ২৮ হাজার ৪৮০ টাকা অভিহিত মূল্যে উত্তোলন করেছে।
জানা গেছে, এই চার কোম্পানি রাইট শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ১ হাজার ১১৪ কোটি ১ লাখ ৬১ হাজার ১৫০ টাকা উত্তোলন করেছে। আগের বছর অর্থাৎ ২০১৬ সালে তিনটি কোম্পানি রাইট শেয়ার ছেড়ে ৩৬৫ কোটি ৮১ লাখ ৭৭ হাজার ২৭০ টাকা উত্তোলন করেছিল। আগের বছর থেকে এ বছর রাইট শেয়ারের মাধ্যমে ৭৪৮ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৮৮০ টাকা বেশি উত্তোলন করা হয়েছে।
এ বছর রাইট শেয়ার ছেড়ে সবচেয়ে বেশি টাকা উত্তোলন করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটি ১আর : ১ (একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) অনুপাতে ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি শেয়ার ছেড়ে ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা উত্তোলন করেছে। ব্যাংকটি কোনো প্রিমিয়াম ছাড়া শুধুমাত্র অভিহিত মূল্যে এই টাকা উত্তোলন করে।
আইডিএলসি ফাইন্যান্স ১আর : ২ (দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) অনুপাতে ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি শেয়ার ছেড়ে ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা উত্তোলন করেছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিময়াম নিয়েছে। প্রিমিয়ামের মাধ্যমে ১২৫ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৯৩০ টাকা নিয়েছে।
সাইফ পাওয়ারটেক ১আর : ১ (একটি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) অনুপাতে ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি শেয়ার ছেড়ে ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা উত্তোলন করেছে। কোম্পানিটি ৫ টাকা প্রিমিয়ামের মাধ্যমে নিয়েছে ৫৮ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭৪০ টাকা।
ইফাদ অটোস ২আর : ৫ (পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার) অনুপাতে ৬ কোটি ২১ লাখ ৯২ হাজার শেয়ার ছেড়ে ১২৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম নিয়েছে। কোম্পানিটি প্রিমিয়ামের মাধ্যমে অতিরিক্ত নিয়েছে ৬২ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা।
আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর ২০১৭