পুঁজিবাজার বন্ধ কাল

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামীকাল ১৫ আগস্ট, বুধবার দেশের উভয় স্টক একচেঞ্জ বন্ধ থাকবে ।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোনো ধরনের লেনদেন হবে না।

এদিন সরকারি অফিস ও আদালতের সাথে দেশের সব বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাপ্তরিক কার্যক্রমও।

আগামী ১৬ আগষ্ট, বৃহস্পতিবার থেকে যথাযথ নিয়মে লেনদেন শুরু হবে উভয় স্টক একচেঞ্জে।

অর্থসূচক/এসএ/