‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭’-এর তৃতীয় ও শেষ দিন আজ শনিবার, ৯ ডিসেম্বর। শুক্রবারের মতো শনিবারও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল ১০টা থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করছেন দর্শনার্থীরা।
পুঁজিবাজার সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে ৭ডিসেম্বর থেকে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে শুরু হয় এই মেলা ।
পুঁজিবাজার মেলায় আগের বছরগুলোর মতো এবারো রয়েছে পুরস্কারের ছড়াছড়ি। সবার জন্য উন্মুক্ত এই মেলায় প্রবেশ করলেই প্রত্যেক দর্শক বিনামূল্যে পাবেন একটি করে র্যাফেল ড্র’র কুপন। প্রথম পুরস্কার হিসেবে থাকছে রানার অটোমোবাইলসের সৌজন্যে ১২৫ সিসি মোটর সাইকেল।
হোটেল হিল টাওয়ারের সৌজন্যে থাকবে কক্সবাজারে হোটেল হিলটাওয়ারে ২ রাত ২ দিন থাকার টিকেট। এছাড়াও প্রতিদিন থাকবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে একটি করে বিমান টিকেট।
মেলার তৃতীয় দিনে সকাল ও বিকেলে একটি করে সেমিনারের আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির সাবেক কমিশনার, বর্তমানে আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ খান। সেমিনারে ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজাররা তাদের নিজ নিজ খাতে ক্যারিয়ারের কী কী সম্ভাবনা আছে, এই সম্ভাবনা কাজে লাগাতে কোন যোগ্যতা ও প্রস্তুতি প্রয়োজন তা তুলে ধরেন তিনি।
শনিবার, ৯ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে শিল্পায়নে পুঁজিবাজারের ভূমিকা শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
এক্সপোতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, শীর্ষ ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভূক্ত কোম্পানিসহ প্রায় ৪০ টি স্টল তাদের সেবা-পণ্য প্রদর্শন করছে।
আজকের বাজার:এসএস/৯ডিসেম্বের ২০১৭