পুঁজিবাজার রাতারাতি কোটিপতি হওয়ার জায়গা নয়

পুঁজিবাজারে বিনিয়োগ একদিনের জন্য নয়, এটি হতে হবে দীর্ঘমেয়াদী। ডে ট্রেডিং বা দৈনিক শেয়ার ক্রয়-বিক্রয়কে ঠিক বিনিয়োগ বলা যায় না। মান সম্মত কোম্পানিতে বিনিয়োগ করে সময় দিতে পারলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। সেটাই মূলত বিনিয়োগ।

৩ অক্টোবর দুপুরে রাজধানীর বনানীতে ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭’ উপলক্ষে ‘বিনিয়োগ ও ঝুঁকি’ বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) এ সেমিনারের অয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেন। তিনি বলেন, আমরা পুঁজিবাজারে বিনিয়োগ করবো রাতারাতি বড় লোক হওয়ার জন্য নয়। কারণ রাতারাতি অনেক সম্পদের মালিক হওয়ার জায়গা পুঁজিবাজার নয়। তিনি বলেন, মানসম্মত শেয়ারে বিনিয়োগ করে সময় দিন। তাহলে একটি নির্দিষ্ট সময়ের পরে ভালো রিটার্ন আসবে।বিনিয়োগ করে ধর্য ধারণ করতে হবে।

এ সময় সিডিবিএলের ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল বলেন, আপনার বিনিয়োগ হতে হবে দীর্ঘমেয়াদী। ডে ট্রেডিং বা দৈনিক শেয়ার ক্রয়-বিক্রয়কে ঠিক বিনিয়োগ বলা যায় না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ হলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম। তিনি পুঁজিবাজারে বিনিয়োগ এবং এর ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে মার্কেট ঝুঁকি, ব্যবসা ঝুঁকি, ইনফ্লোশনারি ঝুঁকি, লিক্যুইডিটি ঝুঁকি, কনসেনট্রেশন ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি এবং হোরায়জন ঝুঁকির কথা তুলে ধরেন। এছাড়া তিনি কিভাবে এ ধরনের ঝুঁকি কমিয়ে আনা যায় তা তুলে ধরেন।

এসময় ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ভাইস চ্যান্সেলর ড.নাজমুল করিম চৌধুরী, এফআইইউ এর ব্যবসায় অনুষদের ডিন ড. নেসার আহমেদ, সিডিবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।

সেমিনারে এফআইইউ এর ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭