আজকেরবাজার রিপোর্ট : পুঁজিবাজার নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রতিবেদনের মান উন্নয়নে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) মিলনায়তনে শেষ হয়েছে। বিআইসিএম এই কর্মশালার আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করেন।
তিনি বলেন, যে বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে তা সাংবাদিকদের আগে বুঝতে হবে। পাবলিক গেট কিপার হিসেবে সাংবাদিকতার ভূমিকা অনেক বেশি। কারণ আগে নিজেরা না বুঝলে সাধারণ মানুষকে বোঝানো সম্ভব হবে না। “এর জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আর বিআইসিএম সেই প্রশিক্ষণ দিতে সব সময়ই প্রস্তুত এবং সেটা করার চেষ্টাও করছে।”
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, এখন পুঁজিবাজার সাংবাদিকতা অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। অনেক গভীর থেকে বিস্তারিত তথ্য তুলে এনে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিবেদন তৈরি করতে হচ্ছে। এ জন্য সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের আয়োজন প্রয়োজন।
এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার বিআইসিএমকে ধন্যবাদ জানান। এ সময় সিএমজেএফের সাবেক সহ-সভাপতি হাসান ইমাম রুবেল, প্রশিক্ষক দেওয়ান নুরুল ইসলাম সহ প্রশিক্ষিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজকেরবাজার:সালি/এলকে / ২০ এপ্রিল ২০১৭