ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ১৫ মে সকালে ঘটনাটি ঘটে।
ওই ছাত্রের নাম জনি (১৯)। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপলাইড ক্যামিস্ট্রি বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলেন। ফজলুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন জনি।
সকাল সাড়ে ১০টার দিকে জহুরুল হক হলের পুকুরে সাতার কাটতে গিয়ে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বোজার:এলকে/এলকে/ ১৫ মে ২০১৭