শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের আনন্দ বাজার ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শরীয়তপুর জেলা শহর থেকে যাত্রীবাহী বাসটি গোসাইরহাট উপজেলায় যাচ্ছিল। পথিমধ্যে ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আনন্দ বাজার ব্রিজ পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একদল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে।
আজকের বাজার/একেএ