রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত এক জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে উপজেলার বানেশ্বর বাজার ও জামিরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত তিনজন হলেন, উপজেলার জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহম্মেদ (২৪), আকতার আলী ছেলে ফরহাদ হোসাইন (৩০) ও আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানায় র্যাব।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত তিনজন জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে পুঠিয়ার বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বানেশ্বর বাজার থেকে প্রথমে রাজুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামিরা গ্রামে অভিযান চালিয়ে ফরহাদ ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই ও তিনটি লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানায় র্যাব।
আজকের বাজার/একেএ