পুড়ে ছাই হয়ে গেছে লন্ডনের ২৭ তলা গ্রেনফেল টাওয়ার। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ৫০ আহতকে লন্ডনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে আগুন লাগে। বিবিসির খবরে বলা হয়েছে, লন্ডনের নটিংহিলের কাছে লাটিমার রোডে ২৭ তলা গ্রেনফেল টাওয়ারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ২৭ তলা ভবনে ছড়িয়ে পড়ে।
খবরে বলা হয়েছে, ভবনটিতে আগুন লাগার পরপরই সেখানেই পৌঁছেছে দমকল বাহিনীর ৪০টি গাড়ি এবং ২০০ কর্মী। তারা আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
একে এক উদ্ধার করা হচ্ছে ভবনে থাকা ১২০টি ফ্ল্যাটের বাসিন্দাদের। শেষ খবর পাওয়া পর্যন্ত
ওই ভবনের দুইজন বাসিন্দা তীব্র ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিবিসির স্থানীয় প্রতিবেদক অ্যান্ডি মুরের বরাতে বলেছে, আগুনের তঅব্রতা এতোটাই বেশি যে আশঙ্কা করা হচ্ছে ভবনটি ধসে পড়তে পারে।
কালো ধোঁয়া ও ছাঁইয়ে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে বলেও জানান অ্যান্ডি মুর।
দমকল বাহিনীর অ্যাসিসট্যান্ট কমিশনার ড্যান ড্যালে জানান, সমস্ত এলাকাটা ঘন ধোঁয়ায় ভরে যাওয়ায় আগুন নেভাতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের। আরও দমকলকর্মী নিয়ে আসার ব্যবস্থা চলছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা সম্ভব হয়নি বলে জানান ড্যান।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৪ জুন ২০১৭