অস্ত্র প্রতিযোগিতার বাজারে রাশিয়া ও যুক্তরাষ্ট্র মুখোমুখী অবস্থান করলেও থেমে নেই ট্রাম্প ও পুতিনের বন্ধুত্ব। সমালোচনার শর্তেও ট্রাম্প ও পুতিনের সম্পর্ক অটল ।
চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে পুতিনকে অভিনন্দন জানান।
হোয়াইট হাউজে সৌদি প্রিন্স মোহামম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। দুই দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
আজকের বাজার/আরজেড