হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার রাশিয়ার সংবাদমাধ্যমগুলোকে জানায়, পুতিন আবারও প্রেসিডেন্ট হওয়ায় গত মাসে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তাঁকে এ আমন্ত্রণ জানানো হয়। তবে কবে এ সফর হতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি।
হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স জানান, ২০ মার্চ টেলিফোনে দুই নেতা একান্তে আলাপ করেন। তখনই নাকি পুতিনকে বিশেষ আমন্ত্রণ জানান ট্রাম্প। তবে তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সভার স্থান হিসেবে হোয়াইট হাউস সম্ভাব্য স্থানগুলোর একটি।
জার্মানিতে জি-টোয়েন্টি সামিটে পরাশক্তি দু’দেশের রাষ্ট্রপ্রধানের প্রথম সাক্ষাৎ হয়। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া, সিরিয়া, মধ্যপ্রাচ্য সংকট ও সাম্প্রতিক কূটনৈতিক বহিষ্কার ইস্যু প্রাধান্য পাবে এ দু’নেতার বৈঠকে।
আরএম/