ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে হামলার কারণে তাদের নিষেধাজ্ঞায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দুই কন্যাকে যুক্ত করার বিষয়টি বিবেচনায় নিয়েছে।
বুধবার বার্তা এএফপি এমন একটি তালিকা হাতে পেয়েছে এবং কয়েকজন কূটনীতিক এ খবর নিশ্চিত করেছেন। খবর এএফপি’র।
কিয়েভের কাছে বেসামরিক নাগরিকদের গণহারে হত্যা করায় ইউক্রেনের ও পশ্চিমা বিশ্বের নেতারা ক্রেমলিনের বাহিনীকে দায়ী করার পর এ পদক্ষেপ গ্রহণ করা হচেছ। এটি ইইউ কূটনীতিকদের আলোচনার আওতায় রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র বুধবার পুতিনের এই দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভার ওপর নিষেধাজ্ঞা জারি করে। রুশ প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লিউডমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তারা।
কূটনীতিকরা এএফপি’কে বলেন, ইইউ সদস্য দেশগুলো এ সপ্তাহের শেষের দিকে নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কিত ইইউ প্যাকেজে স্বাক্ষর করবে বলে ধারণা করা হচ্ছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান