মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের পুননির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি গণতন্ত্র রক্ষায় ম্যাক্রোঁকে সহায়তার অঙ্গীকার করেছেন।
রোববার দ্বিতীয় দফার নির্বাচনে ম্যাক্রোঁ পুননির্বাচিত হন। তিনি ফ্রান্সে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন। ফ্রান্সে ২০০২ সালের পর কোনো প্রেসিডেন্ট পরপর দু’বার নির্বাচিত হননি। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪৪ বছরের ম্যাক্রোঁ।
এক টুইট বার্তায় বাইডেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ফ্রান্সকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছেন, আমি ইউক্রেনকে সমর্থন, গণতন্ত্র রক্ষাসহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান