বলিউডের আলোচিত অভিনেত্রী পুনম পাণ্ডে সম্প্রতি ঘোষণা করেছেন, সামনেই রয়েছে তার সঙ্গে ডেটিং করতে পারার সুযোগ। তবে পথটা মোটেও সহজ নয়। রয়েছে ছোট একটা কনটেস্ট। উত্তর দিতে পারলেই যে কেউ পুনমের সঙ্গে ডেট করার সুযোগ পাবেন।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, শুধু ফলো করে যেতে হবে পুনমের ইঙ্গিত। ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করে ঘোষণা করলেন ছবিগুলিতে যে বর্ণ দেওয়া আছে, সেই বর্ণগুলি ধরে ধরে অনুমান করতে হবে পুনমের আগামী ছবির নাম।
আপাতত তিনটি লেটার পেয়েছেন তার ভক্তরা। ‘জ’ ‘অ’ ‘গ’ এই দিয়েই অনুরাগীদের সমাধান করতে হবে ধাঁধার। আর যে বিজয়ী হবে তার সঙ্গে বসে নিজের আসন্ন ছবি দেখবেন নায়িকা। ডেটের লোকেশন একটি ফাইভ স্টার হোটেল। সেখানে পুনম তার ডেটের পছন্দ করা জামা পরেই আসবেন।
যে কোনো সাধারণ মানুষই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। তবে কোনো তারকা পারবেন না। যেখান থেকে সেই ব্যক্তি আসবেন তার জন্য ফ্রি ফ্লাইট টিকিট পাঠানো হবে। এয়ারপোর্টে তাকে পিক করা হবে।
এমনকি পুনামের আসন্ন ছবির বাকি কাস্টদের সঙ্গেও দেখা করার সুযোগ পাবেন তিনি। শেষে পুনম তার ডিনার ডেটের ছবিও শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়।
এস/